রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২৭) সংগঠনের নিহত ১৭টি পরিবারের মাঝে মৃত্যুকালীন নগদ টাকা অনুদান দেওয়া হয়।
সোমবার বিকেলে রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর নিজস্ব প্রধান কার্যালয়ে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের টাকা দেওয়া হয়।
আয়োজিত শ্রমিক সংগঠনের সভাপতি মো. সহিদ মোল্লার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইসলাম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এমপি।
অনুদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ।
এসময় নিহত ১৭ শ্রমিকের প্রত্যেক পরিবারের মাঝে রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২৭) সংগঠনটির নিজস্ব তহবিল থেকে ২০ হাজার করে নগদ টাকা অনুদান দেওয়া হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari