২০২৪ সালের ২০ জুলাই ঢাকার সাভার এলাকায় পুলিশের গুলিতে শাহাদত বরন করেন কোরবান শেখ (৪৯)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের পুত্র। সে ছিলো তাদের ৭ ভাইয়ের সবচেয়ে আদরের ছোট ভাই।
২০ বছর আগের কথা। কালুখালী ছেড়ে ঢাকার সাভার চলে যায় কোরবান শেখ । সেখানে শুরু করে মুরগীর ব্যবসা। এ দিয়ে কোনমতো চলতো তার সংসার। এর মাঝেও দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিলো অগাধ ভালবাসা।
২০ জুলাই। সারাদেশ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তাল। তেমনি উত্তাল ঢাকার সাভার। এই উত্তাল দিনে ২ সন্তান আর স্ত্রীকে গৃহে রেখে আন্দোলনে যায় কোরবান শেখ। পুলিশের কাঁদানী গ্যাস ও পুলিশের পোশাক পরিহিত একদল হায়নার রক্ত চক্ষু উপেক্ষা করে মিছিল বের করে কোরবান শেখের দল। মিছিলের ভাষা একটাই, তা হলো ফ্যাসিবাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।
দুপুরে আন্দোলন বেগবান হতে থাকে। এসময় পুলিশ ও সন্ত্রাসীরা একজোট হয়ে সাভারের আন্দোলন থামানোর চেষ্টা করে। তারা মিছিলকারীদের উপর ইট,পাটকেল ও বৃষ্টির মতো গুলি ছুড়তে থাকে। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে দিক বেদিক পালিয়ে যায়। প্রতিবন্ধী হওয়ায় বেশি দূর এগুতে পারে না কোরবান শেখ। ফলে হায়নার দল তার পায়ে ও বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari