প্রতিবেশি চাচা চাকরীর সুবাদে থাকেন বাইরে। এ সুযোগে চাচীর সাথে ভাতিজার চলে মন দেওয়া নেওয়া। চলে অভিসারও। গত সোমবার ভাতিজা নাসিম অভিসারে গিয়েছিলো চাচীর কাছে। কিন্তু এলাকাবাসীর হাতে ধরা পড়ায় তা পরিণত হয় বিষাদে।
সারদিন আটক রেখেও যখন এর সুরাহা করতে পারেনি তখন স্থানীয় মুরুব্বীরা ভাতিজা নাসিমকে পাঠিয়ে দেয় তার বাড়িতে। গৃহবধূর এক স্বজন জানান, ভাতিজাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।