২০২৪ এ জুলাই গণহত্যা এবং বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শুক্রবার বিকেলে মৌন মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দলীয় কার্যালয় থেকে মৌন মিছিলটি শুরু হয়ে রাজবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে সমাবেশ করে।
সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, নির্বাহী সদস্য ্আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন প্রমুখ।
সমাবেশে অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে। এখন একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য কখনও সফল হবেনা। বর্তমান অন্তবর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন। এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari