বেসরকারি টেলিভিশন এনটিভি ও সংবাদ সংস্থা ইউএনবির রাজবাড়ী জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুলকে ষড়যন্ত্রমূলকভাবে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টুটুলের পরিবারবর্গের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আহসান হাবীব টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ ও মেয়ে লামিয়া হাবীব সুরভী বলেন, গত ১ জুলাই সকাল ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রাজবাড়ী শহরে বিনোদপুরে তাদের বসতবাড়িতে গিয়ে ডাকাডাকি করে। তার বাবা বাড়ির গেট খুলে দেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ইয়াবা কোথায় জানতে চান। একথা শুনে তার বাবা আহসান হাবীব হতভম্ব হয়ে পড়েন। বলেন, এসব আমার কাছে কীভাবে আসবে। পরে মাদকের সদস্যরা তাদের বাড়ির একটি কক্ষে যায় এবং সেখানে ইয়াবা পাওয়া গেছে বলে জানায়। তাদের বাড়িতে ১৩টি কক্ষ। তারা সুনির্দিষ্ট একটি কক্ষে গিয়ে কীভাবে ইয়াবা পেল? একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার তার বাবা। যারা ইয়াবা দিয়ে তার বাবাকে ফাঁসিয়েছে।
তারা আরও বলেন, তারা সম্ভ্রান্ত পরিবারের সদস্য। তার দাদা মোহাম্মদ সানাউল্লাহ একজন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি বিটিভি, দৈনিক বাংলা, দৈনিক যুগান্তর, দৈনিক সমকালসহ দেশের প্রথম সারির মিডিয়াগুলোতে সুনামের সাথে কাজ করেছেন। সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডের সাথেও যুক্ত ছিলেন। তার চাচা আহসান রাজীব বুলবুল কানাডা প্রবাসী। যিনি কানাডায় থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। বাংলাদেশের দৈনিক সমকাল এবং চ্যানেল আই এর কানাডার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁর চাচী লায়লা নুসরাতও কানাডায় থেকে বাংলাদেশের দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কাজ করছেন।
সম্ভ্রান্ত পরিবারের সদস্য হয়ে মাদকের মত ঘৃৃণ্য কাজে কখনও তার বাবা লিপ্ত থাকতে পারেনা। তারা তার বাবার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি করেন। রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্তিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহসান হাবীবর ছেলে সিনান ্আহমেদ।
এসময় সাংবাদিক আহসান হাবীবের খালা উম্মে হাবিবা, বন্ধু ফারুক হোসেন উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari