রাজবাড়ীর কালুখালী উপজেলার ডিজিটাল জনশুমারী ও গৃহগণনাকারীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ৫৫ জন সুপারভাইজার ও গণনাকারী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পরিসংখ্যান তদন্তকারী ও উপজেলা সমন্বয়কারী মো. ফজলুল হক, জোনাল অফিসার মো. রাসেল মোল্যা, আইসিটি সুপারভাইজার মো. মিরুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপজেলা সমন্বয়কারী মো. ফজলুল হক জানান, আগামী ১৫ থেকে ২১ জুন কালুখালী উপজেলার প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনা শুরু হবে। তিনি এ কাজে উপজেলার সব শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari