সংসদ সদস্যসহ দলীয় নেতকর্মীদের গালিগালাজ করায় বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ আলীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হান্নান মোল্লা। রোববার সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেছেন। অভিযোগ অস্বীকার করেছেন আহম্মদ আলী।
আব্দুল হান্নান মোল্লা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুন তারিখে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তিনিসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন জনের নাম প্রস্তাব আসে। যে কারণে তারা রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের অনুমোদনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বিএনপি থেকে অনুপ্রবেশকারী আহম্মদ আলী সভাস্থলে থাকা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কটূক্তি করেন ও সংসদ সদস্য জিল্লুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এবং তার নাম উল্লেখ করে অকথ্যভাষায় গালিগালাজ করেন। দলীয় নেতাকর্মীরা এর প্রতিবাদ করতে গেলে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আরিফুল ইসলামকে বেধরক মারধর করেন আহম্মদ আলী। এ ঘটনার তারা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেই সাথে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আহম্মদ আলী দ্রুত প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এবিষয়ে ইসলামপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। মূলত বিগত ইউপি নির্বাচনে আব্দুল হান্নান আমার সাথে বিপুল ভোটে পরাজিত হন। শনিবারের সম্মেলনে আমি অনেক কর্মীকে এনেছিলাম।
কিন্তু আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আমার এক সমর্থকের সাথে প্রতিপক্ষের এক সমর্থকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তিনি গিয়ে তাকে নিবৃত্ত করেন। ঘটনা ওখানেই শেষ। এর চেয়ে বেশি কিছু হয়নি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari