রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের ভিডব্লিউডি উপকারভোগীদের দ্বিতীয় দফায় যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।
১৪ জুলাই উপজেলার চারটি ইউনিয়নে ১ থেকে ৫ নং ওয়ার্ডের বাছাই কার্মক্রম পরিচালনা শুরু হয় এবং ১৫ জুলাই ৬ থেকে ৯টি ওয়ার্ডের উপকারভোগীদের বাছাই করেন। দুদিন ব্যাপী এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সোমবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন কমিটির সভাপতি ইউএনও মো. নাহিদুর রহমান।
বাছাই কার্যক্রমে অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড থেকে অনেকটা পথ পারি দিয়ে ইউনিয়ন পরিষদে আসতে হলেও স্বচ্ছতার প্রত্যাশায় আবেদনকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম জানান, এবার উপজেলার চারটি ইউনিয়নে মোট ৫ হাজার ৮৪৪ জন উপকারভোগী আবেদন করেছেন এর মধ্যে যাচাই বাছাই করে মোট ২ হাজার ২২০ জন উপকারভোগীকে নির্বাচন করা হবে। তিনি আরও জানান, যাচাইবাছাই এ নির্বাচিতরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari