রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ শত পুরিয়া হেরোইন যার ওজন ১০ গ্রামসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃত উভয় আসামী হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম আলীপুর গ্রামের মো. আলী শেখের ছেলে নবীন শেখ (২০), অপর আসামী একই গ্রামের মো. খোকন শেখের ছেলে মো. বিজয় শেখ (২৩)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ১৪ জুলাই সোমবার বিকেল ৫ টায় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদক কারবারিদের দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ায় অবস্থিত জলিল এর মুদি দোকানের সামনে হতে ১০০ পুরিয়া অর্থাৎ ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের থানায় নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari