রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে ভোলা মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাংচুর ও নারীদের শ্লীলতাহানির প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় ঘটনার মূল হোতা জয়দেব কর্মকারের কুশপুত্তুলিকা দাহ করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় এলাকাবাসীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। মানববন্ধনের উপস্থিত এলাকাবাসী জয়দেব কর্মকারের কুশপত্তিলিকা দাহ করেন। পরে মানববন্ধনকারীরা রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর প্যানেল মেয়র নির্মলকৃষ্ণ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, রাজবাড়ী জেলা যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন পনি, জেলা জাসদ সভাপতি মুনীরুল হক মুনীরসহ বিভিন্ন ধর্মবলম্বী, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, ভুক্ত ভোগী ভোলা মাস্টার পরিবারের সদস্য ও স্থানীরা।
ঘণ্টা ব্যাপী মানববন্ধনে উপস্থিত বক্তারা জয়দেব কর্মকারের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র সমালোচনা করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেওয়া হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari