দৌলতদিয়া-পাটুরিয়র নৌরুটে চলন্ত ফেরিতে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজবাড়ী জেলা বার এর আইনজীবী নিরঞ্জন কুমার বাড়ৈ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া প্রান্তে মাঝ নদীতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিরঞ্জন কুমার বাড়ৈ রাজবাড়ী শহরের বিনোদপুর ভাজনবাড়ি এলাকার বাসিন্দা ও রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য।
নিরঞ্জন কুমার বাড়ৈ জানান, ঢাকায় জরুরি কাজ শেষে গাবতলী থেকে কুষ্টিয়ার একটি বাসে ওঠেন। রাত দুইটার দিকে বাসটি পাটুরিয়া ঘাট থেকে ফেরি এনায়েতপুরীতে ওঠে। ফেরিটি মাঝ নদী পার হওয়ার পর বাস থেকে নেমে ফেরিতে হাঁটাহাটি করছিলেন। ওই সময় এক জায়গায় জটলা দেখে এগিয়ে গিয়ে দেখেন জুয়া খেলা চলছে। তিনি অনেকটা ফাঁকায় এসে দাঁড়ান। ওই সময় কয়েকজন এসে তাকে জাপটে ধরে। চোখের পলকে তার পকেট থেকে এক লাখ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফেরির কাছাকাছি থাকা ট্রলারে করে পালিয়ে যায়। বিষয়টি রাতেই তিনি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে জানান। রোববার বিকেলে তিনি গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। নদীর ভেতর ঘটনায় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব নৌপুলিশের। আসামি ধরার ক্ষেতে তারা নৌপুলিশকে সহযোগিতা করেন। ফেরিতে ছিনতাইয়ের একটি চক্র আছে। চক্রটিকে ধরে জেলে পাঠিয়েছিলেন। চক্রটির কয়েকজন জেল থেকে বের হয়েছে বলে শুনেছেন।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, বিষয়টি তিনি দেখছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari