রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে গোয়ালন্দ বাস স্ট্যান্ড যাত্রী ছাউনীর সামনে হতে তাকে ২১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে মো. মামুন মিয়া (৪২)কে গ্রেফতার করা হয়। সে গোয়ালন্দ ঘাট থানার পৌর ৪ নং ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।
অপরদিকে রবিবার সকাল ৭ ঘটিকার দিকে গোয়ালন্দ বাস স্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে হতে তাকে দুই পুরিয়া গাঁজাসহ মঞ্জু শেখ (৫৫)।হাতেনাতে গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার দেওয়ান পাড়া গ্রামের মৃত ইয়ার আরী শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari