২০২৫ সালের এপ্রিল মাস। এসএসসি পরীক্ষার সব শিক্ষার্থীরা পড়ালেখায় ব্যস্ত। তার তিন দিন পরই পরীক্ষা। কিন্তু এর মাঝেও এক কৃষক শিক্ষার্থীর সেদিকে কোন নজর নেই। সে মাঠের পেঁয়াজ তোলায় ব্যস্ত। তাকে দেখে বোঝার উপায় নেই সে একজন পরীক্ষার্থী। যেদিন পরীক্ষা সেদিনও সকালে তাকে পেঁয়াজের জমিতে পেঁয়াজ তুলতে দেখা যায়। মাঠের সব কৃষক সেদিন ভেবেছিল ভালো ছাত্র না হওয়ার কারণে পরীক্ষা দিবে না। কেউ ভেবেছিল বোকা ছাত্র তাই ভুলে গেছে পরীক্ষার কথা। কিন্তু তা নয়, সময়মতো সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে অংশ নেয় এসএসসি পরীক্ষায়।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের শিক্ষার্থীর নাম জিহাদ মন্ডল। তার পিতার নাম আসাদুজ্জামান। মাতা চম্পা বেগম। জিহাদ এ বছর কালুখালী উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
একে একে সবগুলো পরীক্ষার দিন সকালে জিহাদ ছিলো কৃষিকাজে ব্যস্ত। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে। জিহাদ এবারের এসএসসি পরীক্ষা জিপিএ- ৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
জিহাদ জানান, আমি অতি দরিদ্র কৃষক পুত্র। আমাকে পড়ালেখার করানোর সমার্থ্য বাবার নেই। তাই সারা বছর কৃষিকাজ করে নিজের পড়ালেখার খরচ যোগার করি। কাজে ব্যস্ত থাকায় দিনে পড়তে পারি না। রাতে নিয়মিত ৬ ঘন্টা পড়ালেখা করে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করি।
বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা জিহাদ আরো জানান, সে এইচএসসি ক্লাসেও বিজ্ঞান বিভাগে পড়বে। ফলাফল ভালো হলে সে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়।
জিহাদের বাবা আসাদুজ্জামান জানান, ছেলের পড়ালেখার খরচ দিতে পারিনি। ঠিকমতো খাবার জোটেনি। তারপরও ভালো ফলাফলে সে খুশি। তবে হতাশাও আছে জিহাদের বাবা আসাদুজ্জামানের মাঝে। তার দুঃচিন্তা একটাই। তাহলো এসএসসিতে অল্প খরচ সহজে জোগাড় হলো। উচ্চ শিক্ষার জন্য অনেক টাকা লাগে। সেটা কোথায় পাবে।
এই আশা- নিরাশার বাতাসে দোল খাচ্ছে কৃষক আসাদুজ্জামান ও পুত্র জিহাদের স্বপ্ন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari