বালিয়াকান্দিতে চলতি অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১২ দ্বাদশ শ্রেণীর ১৩৫৫ জনশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫৪২০ টি নিম, বেল, জাম, কাঁঠাল সহ ফলজ ঔষুধী গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়ছে।
বুধবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এই ফলজ গাছের চারা বিতরণ এর মাধ্যমে যেমন পুষ্টি চাহিদা পুরন হবে পাশাপাশি এই গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। তরুণ প্রজন্ম পরিবেশ ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে উদ্ভুদ্ধ হয় এজন্য আমাদের এই প্রচেষ্টা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari