রাজবাড়ী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আগামী ২৫ জুন সরকারের যুগান্তকারী সাফল্য পদ্মা সেতুর উদ্বোধন হবে। আমরা সবাই এতে আনন্দিত। পদ্মা সেতু চালু হলে দৌলতদিয়া ঘাটে চাপ অনেক কমে যাবে।
তিনি আরও বলেন, শহর রক্ষা বাঁধের পাড়ে বিপজ্জনক অবস্থায় বালুর স্তুপ রয়েছে। রাজবাড়ী শহরতলীর গোদারবাজার এলাকার দুটি বালুর স্তুপ অপসারণ করা খুবই জরুরী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ যেসব বালুর স্তুপ রয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া দরকার। শহর রক্ষা বাঁধের ক্ষতি হলে এমপি তার দায় আমাদেরই নিতে হবে।
রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ^াস বলেন, ইজারার বাইরে সীমানা থেকে বালু কাটা হচ্ছে। এখনই সজাগ না হলে বেরি বাঁধ ভেঙে যাবে। বালু উত্তোলনের ফলে গোদারবাজার এলাকার অনেক ক্ষতি হয়েছে।
সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, ইইএনও আজিজুল হক মামুন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপÍরের উপ পরিচালক আজমীর হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari