রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের শরিষা বাজরে শিপন শপ নামে একটি দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা দোকানে থাকা নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।
শিপন শপের মালিক ইউপির বাঘার চর এলাকার মৃত আক্কাস আলীর ছেলে সুজন আলী জানান, মঙ্গলবার (৮ জুলাই) রাত ২ টা থেকে ৩ টায় মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা দুইজন চোর সরিষা বাজারে তার দোকানের চালের টিন কেটে দোকানে প্রবেশ করে নগদ আনুমানিক ৪ লক্ষ ৬০ হাজার টাকা সহ ১ লক্ষ ৬৫ হাজার টাকা মূল্যের ৭৫ ফাইল বেনসন সিগারেট, ৯৪ হাজার ৫০০ টাকা মূল্যের ১৩০ ফাইল স্টার সিগারেট, ৬ হাজার ৪শত ৮০ টাকা মূল্যের লাকি ৩ ফাইল স্টিক সিগারেট, ১৪ হাজার টাকা মূল্যের ৫ ফাইল গোল্ডলিভ সিগারেট, ৮৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১২০ ফাইল ডার্বি সিগারেট, ৫ হাজার ৪ শত টাকা মূল্যের ২ ফাইল গোল্ডলিফ সুইচ সিগারেট ও ১২,০০০ টাকার ফ্লেক্সিলোড এর কার্ড চুরি করে নিয়ে যায়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari