রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ, গোয়ালন্দকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দিশারী সংঘ রাজবাড়ী। শুক্রবার বিকেল ৪ টায় দিশারী সংঘ আয়োজিত ফাইনাল খেলাটি রাজবাড়ী লক্ষীকোল আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
নির্ধারিত ২০ ওভারের খেলাটি বৃষ্টির কারণে ৭ ওভারে অনুষ্ঠিত হয়। খেলায় টসে জয় লাভ করে দিশারী সংঘ প্রথমে ব্যাটিং করে ৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১০ রান করতে সক্ষম হয়। জবাবে দুরন্ত ক্রিকেট একাদশ ৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৯৫ রান করতে সক্ষম হয়। দিশারী সংঘ ১৫ রানে জয় লাভ করে।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শাহিন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের ফাহাদ এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক নির্বাচিত হন সাহাদ।
ফাইনাল খেলায় সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সম্রাট এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক নঈম আনসারী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি অধ্যাপক মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কে. এ. বারী প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari