তপ্ত কাঠফাটা দুপুর,
তৃষ্ণার্ত কাকের ছটফট
এক ফোঁটা জলের প্রতিক্ষায়।
প্রহর গুনে বসে আছি
মেঘমালার দিকে দৃষ্টিপাত,
বিষাদে ঝড়া গোধূলি লগ্নে
স্তব্ধ বৃক্ষের পাতা,
নিঃশব্দ রাতেই কষ্টের যন্ত্রণায়
গুমরে গুমরে কাঁদে গভীর অরণ্য।
স্বপ্নহীন পৃথিবী রং হারায়
চোখের নোনা জলে।
তুমি বিনা একাকী দোসর এক রাতে
নীল আকাশ ছেয়ে যায় বিষন্ন মেঘে।
ভালবাসাহীন চোখে সর্বক্ষণ দেখি
তোমার অবহেলা।
সুখের ঘর ভেঙে গেছে অনেক আগে
কালো মেঘের ছায়া পড়েছে আমার হৃদয়ে।
কত রাত কেটেছে অবসাদে
নির্ঘুম রাত ভোর হয় ব্যথা ভরা বুকে,
ক্লান্তি নেমে আসে
অশ্রু ঝরা দুটি চোখে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari