রাজবাড়ীর জেলা প্রশাসক মো. আবু কায়সার খান বলেছেন, মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই।
সামাজিক আন্দোলন এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে মাদক এর কুফল তুলে ধরতে হবে। কারণ মাদক শুধু একটি পরিবার নয় একটি দেশ ধবংস করে। সুতরাং মাদকের বিরোদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
শনিবার দুপুর ১২টার দিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান একথা বলেন। গোয়ালন্দ উপলেজলা হল রুমে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক তারভীর আহম্মেদ প্রমুখ। আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ৪টি ইউনিয়নের চেয়ারম্যান -মেম্বার ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আলোচনা সভায় বক্তরা বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদকমুক্ত করলে হলে সকলের এক সাথে কাজ করতে হবে। সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা থাকতে হবে। পুলিশ-উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ মানুষ যদি আন্তরিক হয় তাহলে উপজেলা থেকে মাদক মুক্ত করা সম্বব।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari