বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন, হত্যা ও আত্মহত্যায় বাধ্য করার প্রতিবাদে এবং এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনায় তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজবাড়ী মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা, সাংগঠনিক সম্পাদক ফারহানা মিনি, সংগঠক অ্যাড. নাজমা সুলতানা, সম্পা প্রামানিক প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা অন্ধকার যুগকেও হার মানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। হত্যা, ধর্ষণের শিকার হচ্ছে। এসব ঘটনার শিকার হয়ে নারীরা ্আত্মহননের পথ বেছে নিচ্ছে। বাড়ছে অপহরণের ঘটনাও। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে বক্তারা আরও বলেন, পৃথি[বী যেখানে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পেছনের দিকে ধাবিত হচ্ছে। নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা একটি দেশের অগ্রযাত্রায় বড় বাধা। নারী নির্যাতন বন্ধ ও এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari