বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম চলমান থাকলেও মশার উপদ্রব কমানো সম্ভব হচ্ছে না। ফলে শিশু, তরুণ, বয়স্ক সকল বয়সের মানুষের মাঝে ডেঙ্গুর সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এজন্য সরকারি ও বেসরকারিভাবে ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ও জোরদার কার্যক্রম গ্রহণ করা অত্যন্ত জরুরি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের শিক্ষা দেওয়া, বাড়ির অভ্যন্তরীণ ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, ডেঙ্গু প্রতিরোধে নিয়ম অমান্যকারীদের জরিমানা অথবা শাস্তির ব্যবস্থা করা এবং বিভিন্ন মিডিয়ায় ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতা করা ইত্যাদি। ডেঙ্গু প্রতিরোধে এখনই কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণ না করা হলে ধীরে ধীরে এর সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এজন্য জোরদার কার্যক্রম গ্রহণ করা অবশ্যই জরুরি।
লেখক:
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা
রাজবাড়ী জেলার বাসিন্দা
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari