রাজবাড়ীর কালুখালী উপজেলার মহিমশাহী চাঁদপুর গ্রামে কর্দমাক্ত রাস্তায় চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কৃষকদের। দুই শতাধিক কৃষক এই দুর্ভোগের শিকার।
মহিমশাহী চাঁদপুর গ্রাম কালুখালীর সবচেয়ে পুরাতন ইরিধান উৎপাদনকারী এলাকা। ৮০’র দশকে প্রথম ইরি ধান উৎপাদনের পর মহিমশাহী চাঁদপুর গ্রামে এই কর্মসূচি শুরু হয়। সম্প্রতী সেই কর্মসূচির অগ্রগতি হলেও রাস্তার অভাবে কৃষকেরা জমির ধান তুলতে বিড়ম্বনার শিকার হন।
কৃষক বাবুল হোসেন জানান, মাঠের ফসল তোলার একমাত্র পথ মহিমশাহী চাঁদপুর মৌজার ১৯৮ নম্বর দাগের সরু একটি পথ। পথটি বিট্রিশ থেকে মানুষ ফসল নেওয়ার কাজে ব্যবহার করছে। তবে পথটি কাঁচা হওয়ায় নানা দুর্ভোগ পুহাতে হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোক্তার হোসেনকে বিষয়টি অবগত করায় তিনি রাস্তাটি এইচবিবি করনের সিদ্ধান্ত নেন। কিন্তু কতিপয় মানুষ এতে বাধা দেওয়ার কারনে কাজ বন্ধ আছে। তিনি জানান, রাস্তা হিসেবে ব্যবহার করা জমিটি খাস খতিয়ানভুক্ত। কাজও সরকারি। তাই কাজটি সম্পন্ন হলে এলাকার ২ শতাধিক কৃষকসহ অর্ধশত কৃষকের উপকার হবে।
তিনি কৃষকদের স্বার্থে কাজটি সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসেনর হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোক্তার হোসেন বলেন, একটি পক্ষ রাস্তাটি বন্ধ করে বেড়া দিয়েছে। আলোচনা করে সমাধান করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari