রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা এলাকায় গৃহবধূ দীপা রানী পালের আত্মহত্যা প্ররোচনা মামলার অন্যতম আসামি সালাম বিশ্বাস গ্রেপ্তার হয়েছে। গত রোববার রাতে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল পাংশার বাগদুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে পাংশার মৈত্রীডাঙ্গী গ্রামের ইমারত বিশ^াসের ছেলে। নিহত দীপা রানী পাল মৈশালা গ্রামের মিঠুন পালের স্ত্রী।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, গত ১২ জুন তারিখে গৃহবধূ দীপা রানী পাল নিজ বাড়ির শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় দীপা রানীর বাবা দুলাল চন্দ্র পাল বাদী হয়ে পাংশা থানায় সালাম বিশ^াসসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব বরাবর একটি অধিযাচন পত্র পাঠানোর পর আসামিদের গ্রেপ্তারে র্যাব মাঠে নামে। রোববার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari