রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অম্বরপুর গ্রামের মো. আব্দুল মাজেদ মিয়ার ছেলে মো. রাকিব হোসেন (২৮)। তিনি গোয়ালন্দ ছোট ভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা এবং গুলি করার অপরাধে বৈষম্য বিরোধী শিক্ষার্থী শরিফুল ইসলামের করা মামলায় তাকে ২৮ মে শনিবার বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানাধীন অম্বলপুর থেকে তাকে গ্রেফতার করে। এ মামলায় আওয়ামীলীগের ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০০/৪০০ জনকে আসামী করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari