রাজবাড়ী কালেক্টরেট স্কুল গতকাল রোববার সকালে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফল উৎসব উপলক্ষে বিদ্যালয়ের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সচিব মারিয়া হক। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে বলেন, দেশি ফল বা মৌসুমী ফলের স্বাদ সকলেরই নেওয়া উচিৎ। অনেকে আছেন মৌসুমী ফল খেতে চায়না। মৌসুমী ফলের মধ্যে প্রচুর পুষ্টি উপাদান আছে। যা মানুষের স্বাস্থ্যের জন্য দরকারি।
ফল উৎসবে নানান রকম ফলের সমাহার। ৩৫ রকমেরও বেশি ফলের আয়োজন ছিল সেখানে। কোমলমতি শিশুদের ফলের সাথে পরিচয় করিয়ে দিতেই আয়োজন ফল উৎসবের। আয়োজন করে ফল উৎসবের।
উৎসবে বিভিন্ন রকমের ফলের প্রদর্শনী করা হয়। এসব ফলের মধ্যে ছিল আম, জাম, লিচু, কাঁঠাল, কদবেল, পেয়ারা, বিচি কলা, সবরি কলা, করমচা, কামরাঙ্গা, বিলেতি গাব, চালতা, আনার/ডালিম, বাদামি, ডেফল, পানিফল, ফুটি, মাল্টা, বিলিম্বি, বেল, লটকন, চিনা বাদাম, কাজু বাদাম, আঙুর, আপেল, আনারস, জাপানি চারাপাক, ডাব, বরই, তেতুল, ব্যানানা ম্যাংগো, ড্রাগন ইত্যাদি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari