রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ৫০ কেজি ওজনের একটি বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে। শনিবার বিকেল ৩টার দিকে পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলে সিদ্দিকুর রহমানের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। পরে মাছটি ঢাকার উত্তরা এক ব্যবসায়ীর নিকট মোট ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, জেলে সিদ্দিকুর রহমান তার সহকারীদের নিয়ে দুপুরে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকলে বিকেল ৩টার দিকে জালে একটি বড় বাঘাইড় মাছ আটকা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য রেজাউলের আড়ৎ এ আনলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
চান্দু মোল্লা বলেন, বড় বাঘাইড় মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ৭৭ হাজার ৫০০ টাকা দিয়ে ক্রয় করি। পরে মাছটি আড়তে এনে বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার উত্তরা এক ব্যবসায়ীর নিকট কেজিতে ৫০ টাকা লাভে প্রতি কেজি ১৬০০'শ টাকা কেজি দরে মোট ৮০ হাজার টাকা বিক্রি করেছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari