রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকার সাত্তার মেম্বার পাড়ায় দুই পক্ষের মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছেন। বর্তমানে তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এঘটনায় ঝর্না আক্তার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়া এলাকার খোরশেদ এর ছেলে মো. রানা (১৯), তার ভাই মো. সোহেল (২৩), একই এলাকার শহিদ এর ছেলে মো. হৃদয় (২০) এবং মো. কাসাই শেখ (৬০)।
বাদী মোছা. ঝর্না আক্তারের অভিযোগ, তার ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বিবাদীরা তার স্বামীকে এলোপাথারী ভাবে মারপিট করে। তার মামা শ্বশুর মূলচাঁদ মোল্লা (৪৫) ও মামী শ্বাশুরী লিপি বেগম (৩৫) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা জেনে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হব।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari