ভারতে বিজেপি নেতা কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাংশায় শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে তৌহিদী জনতা। জুম্মার নামাজের পর পাংশা শহর ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়। পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে পাংশা শাহ জুই কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহা. আবু মুসা আশয়ারীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পাংশা শাহজুই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর মাওলানা মো. মাহবুবুর রহমান, মো. রেজাউল করিম রিংকু, মাওলানা মো. আব্দুল হালিম ও মাওলানা মো. সিদ্দিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোগলাডাঙ্গী এমআই কামিল মডেল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন। পাংশা উপজেলা তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari