জন্ম নিবন্ধন সহজিকরণ অ্যাপ তৈরি করে ইনোভেশন শোকেসিং ২০২২ প্রতিযোগিতায় পাঁচটি শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে তৃতীয় হয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপ পরিচালক মাহাবুর রহমান শেখ।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিডি ইনফো রাজবাড়ী নামে একটি অ্যাপ তৈরি করেন। এ অ্যাপের মাধ্যমে নতুন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর অভিভাবক ওই শিশুর নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা লিপিবদ্ধ করতে পারেন। এতে সংশ্লিষ্ট ইউনিয়ন অথবা পৌরসভায় শিশুটির নাম স্বয়ংক্রিয়ভাবে লিপিবদ্ধ হয়ে যায়। ২০২১ সালের অক্টোবর মাস থেকে এ অ্যাপটি চালু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রষশাসক আবু কায়সার খান আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখের হাতে তার পুরষ্কার তুলে দেন। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ জানান, এ পুরষ্কার কাজের ক্ষেত্রে তাকে বিশেষ অনুপ্রেরণা যোগাবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari