‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশে গড়ি’ প্রতিপাদ্যে গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে অবস্থান কর্মসূচী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ তামাক বিরোধী জোট ডাব্লিউবিবি ট্রাষ্ট ও বেসরকারী সংগঠন ডাস বাংলাদেশের আয়োজনে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচী, কর্মসূচি শেষে লিফলেট বিতরণ করা হয়।
ডাস বাংলাদেশ সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক আমিরুল ইসলামের পরিচালনায় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ডাব্লিউ বিবি ট্রাষ্টের সহযোগিতায় এ কর্মসূচিতে মোড়কে উল্লেখিত সর্বোচ্চ খুচরা এম আর পিতে তামাকজাত দ্রব্য বিক্রয় নিশ্চিত করা হোক বিষয়ে দাবি জানান উপস্থিত বক্তারা।
অবস্থান কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, মোড়কের গায়ে উল্লেখিত সর্বোচ্চ খুচরা মুল্যে তামাকজাত পন্য বিক্রয়ের দাবী জানান এবং তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি নিকোটিন ও তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখেন, দৈনিক অবজারভার পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, গোয়ালন্দ মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) শেখ রাজীব প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari