শনিবার সদর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহতিকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, সহকারী পরিচালক আবুল হাশেম প্রমুখ।
বক্তারা বলেন বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সমাজসেবা অফিসসহ বিভিন্ন সরকারি অফিস থেকে স্বল্প সুদে ক্ষুদ্রঋণ গ্রহণ করতে পারবেন।
উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর ১০ জন প্রতিনিধি ও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সেমিনার পরিচালনা করেন মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা ও সভাপতিত্ব করেন রাজবাড়ীর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তছলিম আরিফ বিশ্বাস।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari