রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর বাসায় তালা ভেঙে দুর্বৃত্তরা চুরির ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার নিচতলার চারটি কক্ষ তছনছ করে চোরের দল মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। অ্যাডভোকেট লিয়াকত আলী বর্তমানে স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে ঢাকায় অবস্থান করছেন। তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গত বুধবার তারা ঢাকায় যান। তাদের দুই সন্তানও ঢাকায় অবস্থান করছেন। ফলে বাসাটি একেবারে ফাঁকা ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে বাসার দোতলায় নির্মাণকাজ করতে আসা মিস্ত্রিরা তালা ভাঙা ও দরজা খোলা দেখতে পান। ঘরের বিছানা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে তারা প্রতিবেশী শাকিলকে খবর দেন। শাকিল তাৎক্ষণিকভাবে অ্যাডভোকেট লিয়াকত আলীকে ফোনে বিষয়টি জানান।
মোবাইলে যোগাযোগ করলে লিয়াকত আলী বলেন, আমি ঢাকায়, স্ত্রীর সঙ্গেই হাসপাতালে আছি। সকালে জানতে পারি বাসায় চুরি হয়েছে। এখনও নিশ্চিত করে বলতে পারছি না কী কী জিনিস চুরি হয়েছে, তবে অনেক মূল্যবান জিনিস বাসায় ছিল।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari