রাজবাড়ী সদর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে ফরিদপুর জেলার চরভদ্রাসন এলাকা থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। সম্প্রতি জেলা আদালত প্রাঙ্গন থেকে মোটরসাইকেলটি চুরি হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের ইদ্র্রিস সেখের ছেলে মো. রানা, একই গ্রামের মালেক শেখের ছেলে ইসমাইল সুজন ও ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চরশালিপুর গ্রামের শহীদ শেখের ছেলে শেখ নজরুল।
রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৯ মে তারিখ দুপুরে রাজবাড়ী আদালত প্রাঙ্গন থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী রাগজবাড়ীী সদর থানায় একটি মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার হও ঘটনাস্থলের সিসি ফুটেজ পর্যবেক্ষণ করে চুরির ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, শুক্রবার আসামিদের রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari