রাজবাড়ীর গোয়ালন্দে দুর্নীতি বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতায় দৌলতদিয়া মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
"জবাবদিহি মূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে" বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার বিপক্ষে বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা। অপরদিকে বিষয়ের পক্ষে বক্তব্য রাখেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দলনেতা ও নবম শ্রেণির ছাত্রী রিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক সরদার আবুল বাসার।
সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন নাহার। শেষে বিজয়ী ও বিজিত দলের প্রত্যেক সদস্যের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ী দল আগামী ২৬ মে রাজবাড়ী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বলে আয়োজকরা জানান। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান।
উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাহাজদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, সদস্য জহুরুল ইসলাম চৌধুরী, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সহকারি শিক্ষক কামরুল হাসান, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পরিতোষ চক্রবর্তী, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগান্তরের গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, দৈনিক বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা প্রমূখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari