প্রিয় রাজবাড়ীবাসী,
আসসালামু আলাইকুম, আপনারা অবগত আছেন যে, রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ণ অপরাধ উদ্ঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদ্ঘাটন করা হয়েছে।
১৬মে তারিখ বিকাল ৫টায় সময় মামলার ডিসিস্ট মো. রুপল শেখ(২৭), পিতা-মো. জিন্নাহ শেখ, সাং রাজাপুর মধ্যপাড়া, থানা ও জেলা রাজবাড়ীকে তাহার বাড়ি থেকে মামলার ঘটনাস্থলে ডেকে নিয়া গিয়া মিথ্যা চুরির অপবাদ দিয়া উক্ত শিশু আসামীসহ অপরাপর আসামীরা ডিসিস্ট রুপলকে লোহার রড ও বাঁশের লাঠি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া ভিকটিম রুপলের হাত পা ফাটা ও কাটা গুরুতর রক্তাক্ত জখম করে। ডিসিস্ট রুপলের অবস্থা আশংকাজনক হওয়ায় উক্ত আসামীরা ভিকটিম রুপলকে ফেলে রেখে পালিয়ে যায় । তখন স্থানীয় লোকজন ডিসিস্ট রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করিলে সেখানকার চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানার মামলা নং ২৯, তারিখ ১৭মে ধারা-১১৪/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। পরে রাজবাড়ী জেলা পুলিশ আসামী গ্রেফতারের লক্ষ্যে অভিযন শুরু করেন। উক্ত অভিযান কার্যক্রমে মাননীয় পুলিশ সুপার রাজবাড়ী জেলা মহোদয় সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় রাজাবড়ী থানা পুলিশ ও রাজবাড়ী ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করিয়া ইতোমধ্যে এজাহার নামীয় ০৪ জন আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে জানতে পেরে অভিযান পরিচালনা করে অদ্য ইং ২১মে ২০২৫ তারিখ ভোর অনুমান ৫টায় সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকায় বোয়ালমারী থানা পুলিশের সহাতায় শিশু আসামী মো. আবির হোসেন ওরফে অন্তর বিশ্বাসকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত শিশু আসামীকে আরো জিজ্ঞাসাবাদ করা হইতেছে। গ্রেফতার অভিযান চলমান আছে। এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হইয়াছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari