রাজবাড়ীর পাংশায় গলায় ফাঁস নিয়ে ছারা বেগম (৬৪) নামে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ৯টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃদ্ধা তার নিজের বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মৃত ছারা বেগম ওই এলাকার মো. ঝনু মন্ডল এর স্ত্রী। তিনি অনেকদিন যাবত মানষিক রোগে ভুগছিলেন।
মৃত ছারা বেগমের স্বামী ঝনু মন্ডল বলেন, সকালে আমি ভ্যান নিয়ে পাংশা যাই। পাংশা থেকে এসে তাকে খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ঘরে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে। পরে ওড়না খুলে নিচে নামিয়ে দেখি আমার স্ত্রী আর বেঁচে নেই।
এ বিষয়ে পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে নিহত ছারা বেগম দীর্ঘদিন যাবত অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবার ও এলাকাবাসী ময়না তদন্ত না করার জন্য আবেদন করেন। কর্তৃপক্ষ তাদের আবেদন মঞ্জুর করেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari