ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে গণসমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান (জাহিদ হাসান), জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সেক্রেটারি কারি মোহাম্মদ আবু ইউসুফ, ইসলামি আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী, সাবেক সভাপতি মুফতি শামসুল হুদা, জেলা শাখার সেক্রেটারি মো. আরিফুল ইসলাম প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে নেমেছিলাম দেশকে সুন্দর করার লক্ষ্যে। সেখানি যদি আজকে আমাদের তৎপরতার কারণে ফ্যাসিস্টরা সুযোগ পায়, তাহলে আমাদের নিজেদের পায়ে নিজেদের কুড়াল মারা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে আমরা কিন্তু কারও শত্রু নই। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর শেষ হয়ে ৫৪ বছরে পড়েছে। কিন্তু যারাই ৫৩ বছর দেশ পরিচালনা করেছে তাদের থেকে আমরা ভালো কিছু পাইনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari