রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং উপজেলা উন্নয়ন তহবিলের অর্থ দ্বারা গৃহীত স্কিমের কাজ বাস্তবায়ন প্রকল্পের লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জনসম্মুখে এ লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়। এসময় উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপসহকারী প্রকৌশলী সৌরভ ভৌমিক সহ অন্যান্য এলাকার ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং উপজেলা উন্নয়ন তহবিলের অর্থ দ্বারা কাজ বাস্তবায়নে মোট ৯টি প্যাকেজের লটারি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৯টি উন্নয়ন তহবিল এবং ৯টি এডিপি প্রকল্প প্যাকেজ।
উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণকে প্রকল্পে অগ্রাধিকার দেয়া হয়েছে। গত ৬ মে ২০২৫ মার্চ ছিল দরপত্র দাখিলের শেষ দিন। বিধি মোতাবেক প্রশাসন ও দরপত্র দাখিলকারী ঠিকাদারদের উপস্থিতিতে সুষ্ঠু প্রক্রিয়ায় লটারি অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari