রাজবাড়ীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. কামরুল ইসলাম। গত সোমবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেন। মো. কামরুল ইসলাম পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।
গত ৮ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। একই আদেশে মোছা. শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমানড্যান্ট হিসেবে বদলি করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari