সোমবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে ২জনকে আটক করে রাজবাড়ী জেল হাজতে প্রেরন করেছে বালিযাকান্দি থানা পুলিশ। বালিয়াকান্দি থানার এস আই মো. মাজাহারুল ইসলাম জানায়, গত ঈদ উল ফিতরের আগে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল ডাবরা ব্রীজের নিকট গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ইলিশকোল গ্রামের মৃত আব্দুল বারেক সেখ ওরফে বাকা ছেলে মোঃ কুদ্দুস সেখ(৪৮), মধুপুর গ্রামে সামসুদ্দীন ছেলে আইয়ুব মন্ডল (৫০) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত । তাদের বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতি অভিযোগ ও মামলা রয়েছে। মঙ্গলবার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari