রাজবাড়ীতে ভোলা মাস্টারের বাড়ির হামলার ঘটনায় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজবাড়ীর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাতে রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সম্পাদক শুভাশীষ বিশ^াস সাধন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন রাজবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।
বক্তারা বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। হামলার মূল হোতা জয়দেব কর্মকার যেন কোনোমতেই পার পেয়ে না যান এজন্য তার কঠোর দৃষ্টি রাখবেন।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। বিষয়টি নিয়ে তারা রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথেও সাক্ষাৎ করেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari