রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বেলা ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের গায়ে মোড়ক ব্যবহার ও সংরক্ষণ না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী শহরের বিনোদপুর নতুন পাড়া এলাকায় রেজা ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা মূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari