সংস্থাপন মন্ত্রণালয়ের বদলে সরাসরি বিচার বিভাগে অন্তর্ভুক্তির দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাজবাড়ী জেলা বিচার বিভাগের কর্মচারীরা। সোমবার বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী শাখার আয়োজনে জেলা আদালত প্রাঙ্গণে সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। বক্তব্য দেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি সৈয়দ আলী আক্কাস, সহ-সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলু সরদার, প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, আব্দুল ওদুদ খান, আব্দুল আলিম, নাজির তোফাজ্জেল হোসেন, শামীম আশরাফ, আলামিন হোসেন প্রমুখ।
তারা বলেন, “আমরা বিচার বিভাগে কাজ করি। অথচ আমাদের নিয়োগ হয় সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে-এটা অবিচার। এতে আমরা প্রশাসনিকভাবে বিচার বিভাগের পূর্ণাঙ্গ অংশীদার হতে পারছেন না। এ সময় বক্তারা সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন এবং ৭ম থেকে ১২তম গ্রেডে অন্তর্ভুক্তির দাবিও জানান।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari