রাজবাড়ীতে হত্যা চেষ্টা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর সদস্যরা। রবিবার রাজবাড়ী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হত্যা চেষ্টা মামলায় সাড়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি অনিক (৩০) কে গ্রেপ্তার করা হয়। অনিক রাজবাড়ী সদর থানার বিনোদপুর এলাকার ছালাউদ্দিন কসাইয়ের ছেলে। এর আগে একইদিন রাত ১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত জিলাল শেখ (৪৫) কে গ্রেপ্তার করা হয়। জিলাল জৌকুড়া গ্রামের রুস্তম শেখের ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা নং-৩১, তারিখ ১৯/০২/২০২২, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(খ) অনুযায়ী আদালত সাজা প্রদান করেন।
গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari