রাজবাড়ীতে হয়রানী মূলক মামলা ও অভিযোগ হতে রক্ষা পাওয়ার জন্য রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন মো. আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি। সম্প্রতি আবেদন পত্রটি তিনি জমা দেন।
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আ. খালেক মোল্লার ছেলে আবু বক্কর সিদ্দিকীর দাবি, এক ব্যক্তি তার পিতার জমি জোরপূর্বক দখল করে ইটভাটা পরিচালনা করে আসছে। ওই জমি উদ্ধারের জন্য আবু বক্করের পিতা আ. খালেক রাজবাড়ী সদর সহকারী জজ আদালত ও বালিয়াকান্দি জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন এবং সেই মামলায় আদালত তার পক্ষে রায় দেন। রায়ের বিরুদ্ধে বিবাদী আপিল করায় বর্তমানে এই মামলাটি উচ্চ আদালতে চলমান রয়েছে। তাদের বাড়ির পাশে একটি পুকুরে মাছ চাষ করেন ওই ব্যক্তি। গত ২২ এপ্রিল পুকুরের মাছ মরে ভেসে উঠলে তাকেসহ তার তিন ভাই এবং এক চাচাতো ভাইকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে হয়রানী করার চেষ্টা করছেন। তাদেরকে যেন কোন প্রকার হয়রানী না হতে হয় এজন্য প্রশাসনের সহযোগিতা চান তারা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আবেদন পত্রটি জেলা প্রশাসক বরাবর করা হয়েছে। জেলা প্রশাসক থেকে নির্দেশনা আসলে আমরা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari