গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আমিনুল ইসলাম রানা, সহ সাধারণ সম্পাদক পদে নয়াদিগন্তের গোয়ালন্দ প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক পদে গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ এবং প্রচার সম্পাদক পদে আজকালের খবরের গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান।
নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক জানান, সংগঠনের ঐতিহ্য রক্ষা ও সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। তারা সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari