রাজবাড়ী শহরের ডা. রতন ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর শাহানা খাতুন (৪০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মো. ফারুক মন্ডলের স্ত্রী। সিজারের পর শাহানার নবজাতক ছেলে সুস্থ রয়েছে।
জানা গেছে, শাহানাকে বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ডা. রতন ক্লিনিকে আনা হয়। ডা. রইসুল ইসলামের রতনের তত্ত্বাবধানে তার সিজার করা হয়। অপারেশনে সহযোগিতা করেন ডা. নিয়ামত উল্লাহ ও ডা. রাবেয়া আক্তার। অপারেশনের পর একলামশিয়া জাতীয় জটিলতা দেখা দিলে রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে।
অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছানোর পর তিনি মারা যান। শাহানাকে ডা. রতন ক্লিনিকে ভর্তি করা জাহাঙ্গীর হোসেন জানান, ১২ হাজার টাকা চুক্তিতে শাহানাকে রাজবাড়ী সদর হাসপাতালে থেকে ডা. রতন ক্লিনিকে ভর্তি করা হয়। অপারেশনের পর রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর রাতেই তিনি মারা যান। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সকালে ক্লিনিক কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনসহ আলোচনায় বসে। এক পর্যায়ে তারা ৫ লাখ টাকা দাবি করেন। তবে ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের চার লাখ টাকা প্রদান করেন।
ক্লিনিকের ম্যানেজার আমজাদ হোসেন জানান, সদর হাসপাতাল থেকে রোগীকে ক্লিনিকে আনা হয়। এখানে সিজার করার পর তার অবস্থা খারাপ হয়ে যায়। ফরিদপুরে পাঠানোর পর তার মৃত্যু হয়। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari