রাজবাড়ীতে বাজার ব্যবসায়ীদের সমস্যা সমাধানের লক্ষ্যে রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে জেলা শহরের খলিফাপট্টি চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাজী বেনজীর আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অন্যদের মাঝে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক গাজী আহসান হাবীব, চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, সদস্য কে এ সবুর শাহিন, সদস্য রইচ উদ্দিন ডিউক, মিরাজ আহমেদ মিরাজ, শেখ আব্দুর রউফ হিটু, আইয়ুব আলী মন্ডল, বছির উদ্দীন মিয়া, হোটেল মালিক সমিতির সভাপতি নুরনবি বাবু, আলমগীর হোসেন, আরজু খান, আতাউর রহমান আতা, মো. ইদ্রীস, কাপড় ব্যবসায়ী খন্দকার মাহফুজুর রহমান, সাবেক কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি, কাজী রতন প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মোবাইদুল ইসলাম মিরাজ।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী ছোট শহর, এখানে সবাই মিলেমিশে থাকবে এটাই আমি কাজী কেরামত ও ইরাদতকে বলেছিলাম। কিন্তু তারা শোনেনি। তারা তাদের মতন করে চালিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে তারা নির্যাতন করেছে, মামলা দিয়ে হয়রানি করেছে। আমিও এর থেকে বাদ পড়িনি। আমাকে মিথ্যা মামলা দিয়ে তারা আমাকে জেল খাটিয়েছিল। আমার নেতাকর্মীদের তারা জেল খাটিয়েছিল।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari