রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব বই দিবস পালিত হয়েছে। রাজবাড়ী একাডেমির উদ্যোগে দিবসটি উপলক্ষে গত বুধবার বিকেলে শহরের বড়পুল মেজবাহ উল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্র ঘরছাড়ায় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, বই বিনিময় এবং বই পাঠের স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করা হয়। রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও বহরপুর উচ্চ বিদ্যালয়।
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যড. দেবাহুতি চক্রবর্তী, সংগঠনের সহ সভাপতি আজিজা খানম, মুহাম্মদ সাইফুল্লাহ, কমল কান্তি সরকার, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।
বক্তারা বলেন, বই জ্ঞানের ধারক ও বাহক। পাঠ্যবইয়ের বাইরে ভালো বই পড়লে নিজেকে সমৃদ্ধ করা যায়। তাই বই পড়ার বিকল্প নেই। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari