বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা কালচারাল অফিসার্স ফোরামের নির্বাচন হৃদ্যতা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এবার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনে প্রার্থী তালিকায় থাকা সবাইকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে অনলাইনে নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি হিসেবে ফরিদপুর জেলা কালচারাল অফিসার মো: সাইফুল হাসান মিলন, সাধারণ সম্পাদক পদে বগুড়া জেলা কালচারাল অফিসার মো: মাহমুদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে আল মামুন বিন সালেহ, জেলা কালচারাল অফিসার, রাজবাড়ী নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুকুর রহমান ফয়সাল আনুষ্ঠানিকভাবে নির্বাচন ফলাফল ঘোষণা করেন। ফলাফল সিটে আহবায়ক ছাড়াও অন্য দুই সদস্য মো. সুজন রহমান ও মো. আতিকুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মকর্তা কল্যান সমিতির দুজন প্রতিনিধি মোহাম্মদ জসীম উদ্দিন, উপপরিচালক, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ ও এস এম শামীম আকতার, সিনিয়র ইন্সট্রাক্টর (সঙ্গীত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্ষুদ্র-নৃগোষ্ঠি সেল (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত ফলাফল প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে অন্য পদে নির্বাচিত সদস্যরা হলেন- সহসভাপতি অসিত বরণ দাশ গুপ্ত, সহসভাপতি এস এম টি কামরান হাসান, সহসভাপতি- আব্দুল্লাহ্-আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার সাহা ও মো: হামিদুর রহমান কোষাধ্যক্ষ-ফাইজা হোসেন অন্বেষা, ঢাকা বিভাগীয় মোছা: শাহেলা খাতুন, খুলনা বিভাগ- জসিম উদ্দিন, বরিশাল বিভাগ-তানবীর রহমান, রাজশাহী বিভাগ তাইফুর রহমান, ময়মনসিংহ বিভাগ-সাদিয়া বিনতে আফজাল, চিটাগাং বিভাগ ফয়েজ উল্লাহ, রংপুর বিভাগ- নুঝাত তাবাসসুম রিমু, সিলেট বিভাগ- আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari